ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বাসচাপায় সাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
আশুলিয়ায় বাসচাপায় সাইকেল আরোহী নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় যাত্রীবাহী একটি বাসচাপায় আক্তারউজ্জামান (৫৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

এ ঘটনায় শুভ যাত্রা (ঢাকা মেট্রো-জ ১১-৩০৯৭) নামে বাসটি আটক করা হয়েছে।



শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, ঢাকা থেকে মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেলতলায় সাইকেল আরোহী আক্তারউজ্জামনকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। এসময় স্থানীয় জনতা বাসটি আটক করলেও চালক পালিয়ে যান।

খবর পেয়ে সাভার হাইওয়ে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। আটক বাসটি হাইওয়ে থানা রাখা হয়েছে বলে জানান হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোর্ত্তজা।

নিহত আক্তারউজ্জামান আশুলিয়ায় নয়ারহাটে একটি কারখানায় দিনমজুরের কাজ করতেন। তার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায়।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।