মাগুরা: মাগুরা থেকে ভারতে পাচার হওয়া সাজেদা (১৮) নামে এক তরুণীকে সাতক্ষীরার ভারত সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারচক্রের দুই জনকে আটক করে পুলিশ।
শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরাগাছী সীমান্ত থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
এ সময় পুলিশ নারী পাচারকারী ইয়াকুব আলী ও আব্দুস সামাদকে আটক করে। তারা কলারোয়া উপজেলার কেরাগাছী গ্রামের বাসিন্দা।
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় বাংলানিউজকে জানান, মাগুরা সদর উপজেলার মালঞ্চি গ্রামের সাজেদাকে গত ৩০ নভেম্বর ভারতে পাচার করে একটি সংঘবদ্ধ চক্র। পরে ফোনে বিষয়টি তার পরিবারকে জানায় পাচাকারীরা। তারা সাজেদার মুক্তিপণ হিসেবে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা দাবি করে।
সাজেদার পরিবার বিষয়টি মাগুরা পুলিশকে জানায়। প্রযুক্তির মাধ্যমে বিকাশ মোবাইল নম্বরের অবস্থান সনাক্ত করে প্রথমে ওই মোবাইল ফোনে ৫ হাজার টাকা পাঠায় পুলিশ। পরে চক্রটির কথামতো ৩০ হাজার টাকার বিনিময়ে সাজেদাকে ফেরত নিতে কলারোয়া সীমান্তে যায় পুলিশের একটি দল। শনিবার বিকেলে কেরাগাছী গ্রাম থেকে ইয়াকুব ও সামাদকে আটক এবং সাজেদাকে উদ্ধার করে পুলিশ।
সুদর্শন রায় আরো জানান, পাচারকারীদের জিজ্ঞাসাবাদ ও ভিকটিমের জবানবন্দি শেষে বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এসআর