ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘এমপি ভবনে অতিথি সাক্ষাৎ নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
‘এমপি ভবনে অতিথি সাক্ষাৎ নয়’ ফাইল ফটো

ঢাকা: সংসদ সদস্যদের সরকারি বাসভবনে (ন্যাম ভবন) কোনো অতিথি সাক্ষাৎ না করতে নিরুৎসাহিত করেছে সংসদ কমিটি। সংসদ সদস্যদের আবাসনসহ অন্যান্য সুবিধা নিয়ে কাজ করা ‘সংসদ কমিটি’র বৈঠকে এমপিদের এ বিষয়ে অবহিত করা হয়েছে।


 
রোববার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির অষ্টম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি চিফ হুইপ আ স ম ফিরোজ বৈঠকে সভাপতিত্ব করেন।
 
বৈঠকে উপস্থিত সদস্যরা নাখালপাড়া ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থিত এমপিদের বাসভবনে যেন কোনো অতিথি সাক্ষাৎ না করেন সে বিষয়ে সর্তক করা হয়েছে। অতিথিদের সাক্ষাৎ করতে হলে এমপিদের জন্য বরাদ্দ অফিসেই করতে হবে।
 
বৈঠক শেষে কমিটির সদস্য নাজমুল হক প্রধান বাংলানিউজকে বলেন, এমপিদের সঙ্গে সাক্ষাৎ করার একটি বিধান রয়েছে। যেখানে এমপিদের অফিস সেখানেই সাক্ষাৎ করতে হবে। বাসায় সাক্ষাৎ করতে গেলে অনেক সমস্যা হয়। বাসায় পরিবারের অনেকেই থাকেন। সেখানে অতিথি এলে বিব্রত পরিস্থিতিতে পড়তে হয়। সেজন্য অফিসে সাক্ষাৎ করতে বলা হয়েছে।
 
এছাড়া বৈঠকে প্রত্যেক সংসদ সদস্যের বাসায় রিডিং টেবিল ও বুকসেলফ সরবরাহ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। সংসদ সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মেডিকেল সেন্টারে ২৪ ঘণ্টার জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা এবং মেডিকেল সেন্টার খোলা রাখার সুপারিশ করা হয়।

এছাড়াও সংসদ এলাকার নিরাপত্তা জোরদার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
 
কমিটির সদস্য মো. আব্দুস শহীদ, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, সাগুফতা ইয়াসমিন, পঞ্চানন বিশ্বাস, ফজলে হোসেন বাদশা, খালিদ মাহমুদ চৌধুরী এবং নাজমুল হক প্রধান বৈঠকে অংশগ্রহণ করেন।
 
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এসএম/জেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।