ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আতাইকুলায় অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
আতাইকুলায় অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক ফাইল ফটো

পাবনা: পাবনার আতাইকুলা থানা পুলিশ বনগ্রাম বাজার থেকে অস্ত্র ও মাদকসহ রফিকুল ইসলাম ওরফে মুরগি কালু (৩২) ও তার সহযোগী ইউসুফ শেখ  (২০)  নামে দুই সন্ত্রাসীকে আটক করেছে।

শনিবার ( ১৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।

  পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী রোববার দুপুরে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক যুবকরা হলেন- সাঁথিয়া উপজেলার রসুলপুর গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে রফিকুল ইসলাম ও একই এলাকার মোসাদ্দেক শেখের ছেলে ইউসুফ শেখ।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বনগ্রাম বাজারে অভিযান চালিয়ে সন্ত্রাসী কালু ও ইউসুফকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী রোববার দুপুরে বনগ্রাম বাজারে রফিকুলের দোকান থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক সন্ত্রাসীদের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।