ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাফরুল থেকে এক নারীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
কাফরুল থেকে এক নারীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর কাফরুলের দক্ষিণ ইব্রাহিমপুর এলাকার একটি বাসা থেকে  শামরিনা সুলতানা রুনা (৪৫) নামে এক নারীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে ওই নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



কাফরুল থানার উপ পরিদর্শক (এসআই) সধানন্দ বৌদ্ধ বাংলানিউজকে জানান, রাতে খবর পেয়ে ৯৩৭ দক্ষিণ ইব্রাহিমপুরের একটি ৬তলা ভবনের ষষ্ঠতলা থেকে ওই নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত নারীর বড় বোন রোজিনা সুলতানা বাংলানিউজকে বলেন, দক্ষিণ ইব্রাহিমপুরের ওই বাড়িটি আমার বাবার। ওই বাড়ি ৬ষ্ঠ তলায় আমার বোন একটি মেয়েকে সাবলেট নিয়ে থাকতো। রাতে ওই মেয়েটি আমাকে ফোন দিয়ে বলে কে বা কারা যেন শামরিনাকে মেরে রক্তাক্ত করে রেখে গেছে। এরপর আমরা ঘটনাটি পুলিশকে জানাই।

বর্তমানে মরদেহ ঢামেক মর্গে রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫ 
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।