ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

বিভিন্ন অনিয়মে গাজীপুরের দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২২, ডিসেম্বর ২১, ২০১৫
বিভিন্ন অনিয়মে গাজীপুরের দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

গাজীপুর: বিভিন্ন অনিয়মের অভিযোগে গাজীপুরের দু’টি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।



অভিযানে অংশ নিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন হাসান বাংলানিউজকে জানান, অনভিজ্ঞ প্যাথলজিস্ট দিয়ে প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে জেলা শহরের রমিজা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা ও অস্বাস্থ্যকর অপারেশন থিয়েটার, নিয়ম অনুযায়ী বেড না থাকার অভিযোগে একই এলাকার আল নূর ইসলামী হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।