ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ ৪ জুয়াড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
সাতক্ষীরায় উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ ৪ জুয়াড়ি আটক

সাতক্ষীরা: সাতক্ষীরায় জুয়ার বোর্ডে হানা দিয়ে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ চার জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জুয়া খেলার দুই হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।



সোমবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আলিপুরের চাপারডাঙ্গি নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটক চারজন হলেন- আলিপুর গ্রামের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বাবু, একই গ্রামের আব্দুর রব, রাকিব হোসেন ও শামিম হোসেন।

জেলা ডিবির ইন্সপেক্টর ইনামুল হক বাংলানিউজকে জানান, আলিপুর গ্রামের চাপাডাঙ্গি এলাকার কবির হোসেনের বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলছিল।

গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে আটক ও দুই হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।