ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শব্দসৈনিক রাশিদুল হোসেন আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
শব্দসৈনিক রাশিদুল হোসেন আর নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্বাধীন ‍বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রাশিদুল হোসেন আর নেই।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।
 
বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মজিদ ভূঁইয়া বাংলানিউজকে বিষয়টি জানান।
 
তিনি বলেন, ক’দিন আগে রাশিদুল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
 
মুক্তিযুদ্ধের সঠিক তথ্য প্রচার ও বীর বাঙালিকে উৎসাহ যোগাতে প্রতিষ্ঠা করা হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। সেখানে সহযোগী প্রকৌশলী ছিলেন রাশিদুল হোসেন। একাত্তরে জীবন বাজি রেখে কাজ করে গেছেন।
 
দেশ স্বাধীনের পর রাশিদুল হোসেনসহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ১০ শব্দ সৈনিককে স্বাধীনতা পদকে ভূষিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ নিয়ে গেজেটও প্রকাশ করা হয়েছিলো। কিন্তু পদক তুলে দেওয়ার আগেই শহীদ হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই থেকে পদকের বিষয়টিও চলে যায় বিস্মৃতির অতলে।
 
রাশিদুল হোসেনের মেয়ে ফারজানা বাংলানিউজকে জানান, কয়েক বছর ধরেই ফুসফুসের জটিলতায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে প্রথমে তাকে রাজধানীর মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে সেখান থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
সকাল ১০টায় আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার'র কার্যালয়ে শেষ শ্রদ্ধা জানানোর পর বাদ আসর ব্রাহ্মণবাড়িয়ার নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।

** শব্দসৈনিক রাশিদুল হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশ সময়: ০৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫/আপডেট: ০৯৩৭ ঘণ্টা

এজেডএস/এইচএ/এমএইচপি/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।