ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে যাত্রীসহ প্রাইভেট কার খাদে, আহত পাঁচ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
সাভারে যাত্রীসহ প্রাইভেট কার খাদে, আহত পাঁচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে যাত্রীসহ একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে সাভারের কলমা এলাকায় আনোয়ার জং-আশুলিয়া সড়কে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কলমা এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশাকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি খাদে পড়ে যায়। এতে কারের ভেতরে থাকা অন্তত পাঁচজন আহত হন। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ প্রসঙ্গে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে চিকিৎসকরা। দুর্ঘটনা কবলিত গাড়িটি থানায় আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।