ঢাকা: দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর শুরু হচ্ছে আলোচিত হলমার্ক কেলেঙ্কারির দ্বিতীয় অংশের ( নন-ফান্ডেড) অনুসন্ধান কার্য্যক্রম।
এ লক্ষ্যে এক পরিচালকের নেতৃত্বে ৬ সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করেছে দুকক।
এর আগে ফান্ডেড অংশের দুর্নীতির অনুসন্ধান ও তদন্ত শেষ করে দুদক। এরপর গত নভেম্বরে নন-ফান্ডেড অংশের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী এ সংস্থা। কিন্তু নানা কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি।
সম্প্রতি কমিশন নন ফান্ডেড অংশের দুর্নীতি আমলে নিয়ে টিম গঠনের সিদ্ধান্ত নেয়। অনুসন্ধান দলে প্রধান হিসেবে থাকছেন- দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী।
বাকি সদস্যরা হলেন- সংস্থাটির উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা, সহকারী পরিচালক মো. নাজমুস সাদাত, সেলিনা আখতার মনি, উপ-সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন ও রাফী মো. নাজমুস সা’দৎ।
বিধি অনুযায়ী দলটি অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্র জানায়।
দুদক সূত্র জানায়, হলমার্কের নন-ফান্ডেড অংশের এ অভিযোগ কমিশনের ‘তফসিলভুক্ত’ থাকা সত্ত্বেও অজ্ঞাত কারণে দীর্ঘদিন এ অনুসন্ধান কার্যক্রম বন্ধ ছিল।
সংশ্লিষ্ট সূত্র বলছে, হলমার্ক ও তার পাঁচ সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফান্ডেড, নন-ফান্ডেডসহ মোট তিন হাজার ৪৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রয়েছে।
সোনালী ব্যাংক থেকে ওই পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়। এরমধ্যে ফান্ডেড অংশের তদন্ত শেষ করে মোট ৩৮টি মামলা করেছে কমিশন।
এসব মামলার বিচারিক কার্যক্রম চালাতে এরইমধ্যে চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়:২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এডিএ/এমএ