ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কমলনগরে কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
কমলনগরে কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: এইচএসসি পরীক্ষার ফরম পূরণের দাবিতে মানববন্ধন করেছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল (ডিগ্রি) কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে হাজিরহাট উপকূল কলেজ এলাকার রামগতি-লক্ষ্মীপুর সড়কে মানববন্ধন করেন এইচএসসি পরীক্ষার ‍ফরম পূরণবঞ্চিত শিক্ষার্থীরা।



শিক্ষার্থীরা জানান, যারা কলেজের শিক্ষকদের কাছে প্রাইভেট এবং কোচিং করেনি, ওইসব শিক্ষার্থীকে নির্বাচনী পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয়েছে। ফলে তারা ফরম পূরণ করতে পারছে না। তারা পরীক্ষায় দেওয়ার সুযোগ চান।

এ সময় ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা।

এ ব্যাপারে জানতে কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।