ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ একজন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ একজন আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোকর্ণঘাট বাজারে ইয়াবা বিক্রির সময় ২৬০ পিস ইয়াবাসহ কালু মিয়া (৩৫) নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের সদস্যরা।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে গোকর্ণ মাছ বাজারের পাশের এক দোকান থেকে ৬০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

এছাড়া পাশের দোকান থেকে দুই'শ পিস ইয়াবা ও নগদ ১৩ হাজার টাকা জব্দ করা হয়।

আটককৃত কালু মিয়া গোকর্ণ গ্রামের দক্ষিণ পাড়ার সিরাজ মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, আটক কালু মিয়ার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের প্রস্ততি চলছে।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩,২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।