ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে আগুন নিয়ন্ত্রণে

ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারারো পৌরসভার আড়িয়াবো বাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।



মঙ্গলবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ঢাকা-সিলেট মহাসড়কের মালামাল সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।  

এর আগে, মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে তারাব পৌরসভার আড়িয়াবো বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ১৫টি দোকানঘরসহ মালামাল পুড়ে যায়। ব্যপক ক্ষয়ক্ষতি হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আড়িয়াবো এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পার্শে একটি বাজার গড়ে তোলা হয়। সেই বাজারে ফার্নিচার, টেইলার্স, তুলার গুদামসহ প্রায় ২০টি দোকানঘর রয়েছে। রাত সোয়া ৯টার দিকে ওই বাজারের পারভেজ মিয়ার মালিকানাধীন তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত। এক পর্যায়ে এ আগুন সারা বাজারে ছড়িয়ে পড়ে। মানুষেল ছোটাছুটি শুরু হয়।  

আগুন বিদ্যুতের তারে ছড়িয়ে পড়ে আগুনের ভয়াবহতা আরো বেড়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে বিদ্যুৎ কর্তৃপক্ষ ওই লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ সময় দোকান মালিক স্থানীয়রা দোকানের বিভিন্ন মালামাল নিয়ে মহাসড়কে রাখলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে ডেমরা ও কাঞ্চন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট মহাসড়কে অবস্থান নিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে বাজারের হারুন মিয়ার আরএফএল এর দোকানঘর, পারভেজ মিয়ার তুলার গুদাম, আবু তাহেরের ফার্নিচারের দোকানঘর, মোক্তার হোসেনের মুদিমনোহরী দোকানঘর, গোলাম হোসেনের মাংশের দোকানঘর, আলী হোসেনের লন্ড্রী ও সেলুন দোকানঘর, আউয়াল মিয়ার টেইলার্সের দোকানঘর, সিরাজ মিয়ার হোটেল, রাজু মিয়ার মোবাইলের দোকানঘরসহ প্রায় ১৫টি দোকানঘরসহ মালামাল পুড়ে যায়। প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন।

এদিকে, দীর্ঘ ২ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকার কারনে সড়কের উভয় দিকে প্রায় প্রায় ১২ থেকে ১৪ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রাত সোয়া ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এবং ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এছাড়া সময় মতো আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আশ-পাশের ঘরবাড়ি ও শিল্প প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে আরো ভয়াবহ অবস্থার সৃষ্টি হতো।

** ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩,২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।