ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল স্বীকৃতির দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল স্বীকৃতির দাবি

ঢাকা: রাষ্ট্রীয়ভাবে সিলেটের জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতির জোর দাবি জানিয়েছে জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে।

সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্যের ৪-এ কেবেল স্ট্রিট-এ এক আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ দাবি জানান।



বক্তারা বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর জকিগঞ্জ হানাদার মুক্ত করা হলেও এ দিন বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে আজও স্বীকৃতি পায়নি। দেশের প্রথম মুক্তাঞ্চল জকিগঞ্জকে সরকারি ভাবে স্বীকৃতি দিয়ে ২১ নভেম্বর শহীদের প্রতি সম্মান জানাতে বক্তারা প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।

সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মশিউর রহমান শাহীন, সাধারণ সম্পাদক শামীম শাহান।

এছাড়া অ্যাসোসিয়েশন সহ সভাপতি হামিদুর রহমান চৌধুরী আজাদ, সহ সভাপতি কমর উদ্দিন চৌধুরী পাপলু, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ ইমন, একেএম মাসুম। সহ সাধারণ সম্পাদক রাসেল আলম চৌধুরী বাবু, সাংগঠনিক সম্পাদক আজাদ চৌধুরী সহ মেম্বারশীফ সম্পাদক আরিফ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক তাহনাজ চৌধুরী, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক রুলি চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক সালাউদ্দিন, অফিস সম্পাদক বদরুদ্দোজা চৌধুরী,সাংস্কৃতিক সম্পাদক মাওলানা হামিদ উদ্দিন, নির্বাহী সদস্য হারুন রশীদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ মাওলানা মো. আব্দুল কুদ্দুস।

অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আজাদ চৌধুরী বাংলানিউজকে জানান, জকিগঞ্জের যুক্তরাজ্য প্রবাসীদের একমাত্র সংগঠন জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দেশের স্বাধীনতার চেতনায় বিভিন্ন আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশ মাতৃকার টানে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা এবং জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল স্বীকৃতির জন্য জোর দাবি তোলা হয়।

বাংলাদেশ সময়: ০৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।