ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রদান বন্ধ করা উচিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, ডিসেম্বর ২৪, ২০১৫
বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রদান বন্ধ করা উচিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের যেসব প্রতিষ্ঠান বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিচ্ছে তা বন্ধ করা উচিত বলে মনে করেন টেলিভিশন ওনার্স এ্যাসোসিয়েশনের সদস্য শেখ কবির হোসেন।

বিসিআই আয়োজিত সেমিনারে হোটেল সোনারগাঁয় দুপুর সাড়ে ১২টায় এ সব কথা বলেন তিনি।



কবির হোসেন বলেন, এমনি নানাভাবে দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে। এখন আবার অনেক প্রতিষ্ঠান বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিচ্ছে। এতে হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে। এটি সরকারের রোধ করা উচিত। '

এদিকে দেশীয় সংবাদমাধ্যমে বিজ্ঞাপনের ক্ষেত্রে সরকারি প্রভাব রয়েছে বলে জানিয়েছেন সংবাদপত্র মালিক সমিতির সভাপতি মতিউর রহমান।

তিনি বলেন, শুধু সরকারি প্রতিষ্ঠানই নয় বেসরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের ক্ষেত্রে সরকার প্রভাব ফেলছে বলে শোনা যায়। এটি আমাদের জন্য সুখকর নয়। তাছাড়া এলজিআরডিসহ সরকারি নানা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের বিলও আমরা ঠিক সময়ে পাচ্ছি না।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোররেশনের মেয়র আনিসুল হক, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ই এলাহীসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।