ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রংপুরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
রংপুরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রংপুরে অসহায় শীতার্তদের মধ্যে প্রায় চার শতাধিক কম্বল বিতরণ করেছে ঢাকা মেট্রোপলিটন চেম্বার।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আবুল কাশেমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

এসময় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন রংপুর চেম্বারের সভাপতি মো. আবুল কাশেম ও চেম্বার পরিচালনা পর্ষদের পরিচালকরা।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রংপুর চেম্বারের পরিচালক রামকৃষ্ণ সোমানী, মো. হাবিবুর রহমান রাজা, মোয়াজ্জেম হোসেন লাবলু,  মামুনুর রশিদ মামুন, পার্থ বোস, আমজাদ হোসেন চৌধুরী, চেম্বারের রিলিফ ও সম্মাননা প্রদান ব্যবস্থাপনা বিষয়ক উপ-পরিষদের সদস্য কাজী মো. আদম, শাহজাহান বাবু, মুসলিম আহমেদ, রিপন মিয়া ও দীপেন্দ্রনাথ শর্মাসহ রংপুর চেম্বারের উপ-সচিব মো. মোশাররফ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আরএইচএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।