হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলায় নোংরা ও পচা-বাসি খাবার বিক্রির দায়ে দু’টি বেকারি দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ধুলিয়াখাল বিসিক শিল্পনগরী এলাকায় দোকান দু’টিতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম। তিনি বাংলানিউজকে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি, নোংরা ও পচা-বাসি খাদ্যদ্রব্য বিক্রির দায়ে আসাদ ফুড প্রোডাক্টসের মালিককে ২০ হাজার ও রোকন ফুড প্রোডাক্টসের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এএটি/টিআই