ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিক আওরঙ্গজেব সজীবের জানাজা সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
সাংবাদিক আওরঙ্গজেব সজীবের জানাজা সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার ঊর্দু রোডের স্থানীয় একটি জামে মসজিদে সাংবাদিক আওরঙ্গজেব সজীবের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বাদ আসর তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।



এর আগে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যরা তার মরদেহ পুরান ঢাকার ঊর্দু রোডের বাড়িতে নিয়ে আসেন।

প্রথম জানাজা নামাজ শেষে তা‍র মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বর্হির বিভাগে নিয়ে আসা হয়। সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ‍অ্যাসোসিশনের সাবেক সভাপতি আক্তারুজ্জামান লাভলুসহ ঢামেক সাংবাদিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এজেডএস/ওএইচ/এটি

** মুন্সীগঞ্জে ধলেশ্বরী থেকে সাংবাদিক সজীবের মৃতদেহ উদ্ধার
** মুন্সীগঞ্জে ধলেশ্বরী থেকে মৃতদেহ উদ্ধার
** লঞ্চ থেকে পড়ে ধলেশ্বরীতে সাংবাদিক নিখোঁজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।