লক্ষ্মীপুর: জাটকা রক্ষা ও নিষিদ্ধ জালের ব্যবহার রোধে লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীরহাট এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে নৌকা, নিষিদ্ধ জাল ও জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে জব্দকৃত জালে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়।
এর আগে সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের কর্মকর্তারা নদীতে অভিযান চালায়।
লক্ষ্মীপুর সদর উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আবুল কাশেম বাংলানিউজকে জানান, অভিযানে ২৫০০ মিটার নিষিদ্ধ বেড়জাল, ১৫০০ কেজি জাটকা ও ৫টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। তবে, এসময় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যাহ বাংলানিউজকে বলেন, জাটকা রক্ষা, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও কারেন্ট জালসহ সব নিষিদ্ধ জালের ব্যবহার রোধে অভিযান অব্যাহত থাকবে।
১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা শিকার নিষিদ্ধ। এসময় জাটকা ধরা ও ক্রয়-বিক্রয়ও নিষিদ্ধ।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
পিসি