ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামুতে যুবকের মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
রামুতে যুবকের মৃতদেহ উদ্ধার

চট্টগ্রাম: কক্সবাজারের রামুতে বিপ্লব ধর (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।   রোববার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে রামু উপজেলার কুলারপাড়া রাবারবাগান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।



নিহত বিপ্লব ধর স্থানীয় রতন ধরের ছেলে।   তিনি রামু স্টেশনের একটি সেলুনের দোকানে কাজ করেন।

নিহতের বোন জানান, বিপ্লবের বিয়ের তিন মাস পর এ ঘটনা ঘটে।   উদ্ধারের সময় বিপ্লবের গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানোর চিহ্ন দেখা গেছে।   বিপ্লবকে কে বা কারা ফাঁস লাগিয়ে খুন করে ফেলে গেছে।

কক্সবাজার সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আব্দুর সালাম জানান, মৃত অবস্থায় বিপ্লবকে হাসপাতালে আনা হয়েছে।   তার গলায় দড়ির ছাপ রয়েছে। তবে ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান, নিহত যুবক আত্মহত্যা করেছে নাকি খুন হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।   তবে মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
টিটি/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।