ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফসলের লাভজনক দামের দাবিতে কৃষক সমিতির সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
ফসলের লাভজনক দামের দাবিতে কৃষক সমিতির সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ফসলের লাভজনক দাম, ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র চালুসহ ছয়দফা দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক সমিতি।

রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে “ধান, গম, ভুট্টা, পাটসহ সকল ফসলের লাভজনক দাম চাই”-এ দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।



সমিতির সভাপতি মোরশেদ আলী বলেন, সার, ডিজেল, বীজ, কীটনাশক, এমনকি বিদ্যুতের দামও গত বছরের তুলনায় বেড়ে গেছে। যা ফসলের দাম বৃদ্ধির অনুপাতের চেয়ে বেশি।

জিডিপিতে কৃষির অবদান শতকরা ১৭.৬৮ ভাগ। অর্থনীতিতে কৃষিখাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও যথাযথভাবে রাষ্ট্রীয় মনযোগ পাচ্ছে না। ২০১৫-১৬ অর্থ বছরে বাজেটে কৃষিখাতকে গুরুত্ব দেওয়া হয়নি, অভিযোগ করেন মোরশেদ।

ছয় দফার মধ্যে কৃষকের কাছ থেকে সরাসরি ফসল কেনা, কৃষি উপকরণের দাম কমানো, পল্লী বিদ্যুৎ ও ভূমি অফিসের অনিয়ম, দুর্নীতি ও হয়রানি বন্ধ করার দাবি উল্লেখযোগ্য।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, সম্পাদক মন্ডলির সদস্য নিমাই গাঙ্গুলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এফবি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।