ঢাকা: চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাভুক্ত দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) প্রকল্পের উপকারভোগী নারীদের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
রোববার (২৭ ডিসেম্বর) জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি সম্পন্ন হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে আতিয়া চৌধুরী বলেন, ভিজিডি উপকারভোগী নারীদের আর্থ-সামাজিক এবং ব্যক্তিগত অবস্থার উন্নয়ন সাধন করাই কর্মসূচির মূল লক্ষ্য। কর্মসূচির উপকারভোগী নারীদের আত্মকর্মসংস্থানের বিভিন্ন বিষয়ে (আইজিএ) প্রশিক্ষণ প্রদান, সঞ্চয় ও ঋণ সহায়তা প্রদান এবং খাদ্য বিতরণ সহায়তামূলক সেবা প্রদান করে তাদের ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে সরকারের এ বৃহৎ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এ প্রশিক্ষণের মাধ্যমে নারীদের অবস্থার উন্নতি সাধনই আমাদের প্রধান উদ্দেশ্য।
এরপর প্রশিক্ষক তার কার্যক্রম শুরু করেন। তিনি উপকারভোগী নারীদের উন্নতজাতের ছাগল পালনের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে আলোচনা করেন।
চট্টগ্রামে ২০১৫-২০১৬ ভিজিডি চক্রে নির্বাচিত এনজিও যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) জেলার আনোয়ার, বোয়ালখালী, পটিয়া ও চন্দনাইশ উপজেলায় ভিজিডি কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এইচএ/