ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কমলনগরে যুবলীগের যুব সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
কমলনগরে যুবলীগের যুব সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগরে যুবলীগের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় হাজিরহাট তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কমলনগর উপজেলা যুবলীগ এ সমাবেশের আয়োজন করে।



সমাবেশে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য আলহাজ আবদুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোয়েব হোসেন ফারুক, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক, লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, কমলনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম নুরুল আমিন রাজু, লক্ষ্মীপুর জেলা যুবলীগ আহ্বায়ক সৈয়দ আহাম্মদ পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লব।

কমলনগর উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল হক সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্যাহ হিরণের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কমলনগর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মো. নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, রামগতি উপজেলা যুবলীগ আহ্বায়ক মেজবাহ উদ্দিন হেলাল, কমলনগর উপলেজা যুবলীগের সহ সভাপতি আবুল বাছেত, কপিল উদ্দিন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন বাপ্পি, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সাগর ও জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস।

এসময় উপস্থিত ছিলেন পাটোয়ারিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একেএম রাশেদ বিল্লাহ আলমগীর, চরফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এএনএম আশরাফ উদ্দিন, তোরাবগঞ্জ পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন ও রামগতি উপজেলার চর গাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন প্রমুখ।

এদিকে, এ সমাবেশে কমলনগর উপজেলার ২নং সাহেবেরহাট ইউনিয়নের বতর্মান চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের আওয়ামী লীগের যোগ দেন।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।