ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১২, ডিসেম্বর ২৮, ২০১৫
নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চৌধুরীবাড়িতে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে জীবন ইসলাম (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

নিহত জীবনের বাড়ি খুলনায়।

সহকর্মী রবিউল ও শহিদুল বাংলানিউজকে জানান, রুপগঞ্জের তারাব এলাকা থেকে পিকআপ ভর্তি অক্সিজেন সিলিন্ডার নিয়ে চৌধুরীবাড়ির বিভিন্ন স্থানে সাপ্লাই দিতে আসছিলেন তারা। পথে সিদ্ধিরগঞ্জ চৌধুরীবাড়িতে জুলফিকার রি রোলিং মিলের সামনে আসলে একটি সিলিন্ডার পড়ে যায়।

প্রায় ১০ মিনিট পর সিলিন্ডারটি বিস্ফোরণ হলে পাশে দাঁড়িয়ে থাকা জীবন গুরুতর আহত হন। পরে তাকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জীবনকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক ইফতেখার আহমেদ বাংলানিউজকে জানান, হাসপাতালে আনার আগেই জীবনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়:১২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।