ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাসেম সভাপতি, মনির সম্পাদক

ভোলার চরফ্যাশন উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
ভোলার চরফ্যাশন উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় প্রেস ক্লাব মিলনায়তনে এ কমিটি গঠন করা হয়।



আবুল হাসেম মহাজনকে সভাপতি ও মনির আহমেদ শুভ্রকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি শহিদুল ইসলাম দুলাল, আমির হোসেন ও ইয়াছিন আরাফাত, যুগ্ম সম্পাদক কামাল মিয়াজী, জামাল মোল্লা, কোষাধ্যক্ষ মোসলে উদ্দিন, দফতর সম্পাদক মিজান নয়ন, বার্তা সম্পাদক কামরুল সিকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মাইনুদ্দিন জমাদার, সাহিত্য সম্পাদক নোমান সিকদার, সাংস্কৃতিক সম্পাদক সাহাবুদ্দিন সিকদার।

বাদল কৃষ্ণ দেবনাথ, হারুন বেপারী ও আবুল খায়েরকে কমিটির নির্বাহী সদস্য করা হয়।
এর আগে প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।