ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
বগুড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় অভিযান চালিয়ে শাহ আলম (৪২) নামে এক মাদকদ্রব্য ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ও একটি মোবাইল জব্ধ করা হয়।


 
আটক শাহ আলম বগুড়ার শিবগঞ্জ উপজেলার বড়াইল বাকসন গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
 
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র একটি দল অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে।
 
দুপুরে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বগুড়াসহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।