ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দণ্ডপ্রাপ্ত আনোয়ারের দাফন সম্পন্ন, প্রক্রিয়াধীন হাবিব-ঝন্টুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
দণ্ডপ্রাপ্ত আনোয়ারের দাফন সম্পন্ন, প্রক্রিয়াধীন হাবিব-ঝন্টুর

কুষ্টিয়া: জাসদ নেতা কাজী আরেফ আহমেদ হত্যা মামলার তিন আসামির মধ্যে আনোয়ার হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (০৮ জানুয়ারি) দিনগত রাতে কুষ্টিয়ার পৌর গোরস্থানে আনোয়ার হোসেনের দাফন সম্পন্ন হয়।



এর আগে বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দিবাগত রাত ১১ টা ১ মিনিট থেকে ১১ টা ৪৫ মিনিটের মধ্যে যশোর কেন্দ্রীয় কারাগারে তিন আসামির ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরে ওই রাতেই মৃতদেহ পৌছায় নিজ নিজ স্বজনদের কাছে।

ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর অন্য দুই আসামিরা হলেন- কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কুর্শা গ্রামের আবুল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম ঝন্টু এবং একই উপজেলার রাজনগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সাফায়েত হোসেন হাবিব।

মিরপুর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল বাংলানিউজকে জানান, কুর্শায় আনোয়ার হোসেনের কোনো আত্মীয় স্বজন না থাকায় ভোর রাতে কুষ্টিয়া পৌর গোরস্থানে তার দাফন সম্পন্ন হয় । শুক্রবার সকালে নিজগ্রামে দাফন করা হবে সাফায়েত হোসেন হাবিবকে।

এছাড়া নিজ গ্রামে কোন আত্মীয় স্বজন না থাকায় রাশেদুল ইসলাম ঝন্টুকে দাফন করা হবে চুয়াডাঙ্গার উজিরপুরে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৭১১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।