ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
রাজবাড়ীতে কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: ‘আর্তের সেবাই আমাদের লক্ষ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিট।

সোমবার(০৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহরের প্রেসক্লাব চত্বরের পাশে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।



এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিটের সভাপতি মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, সদস্য নজরুল ইসলাম, মো. আতিকুল ইসলাম চৌধুরী রতন ও যুব প্রধান মামুনুর রশিদ প্রমুখ।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাজবাড়ী জেলা ইউনিটের সভাপতি মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বাংলানিউজকে বলেন, এবারের শীতে জুতা সেলাইয়ের শ্রমিক (মুচি), অসহায়, প্রতিবন্ধী, হতদরিদ্র শীতার্থ মানুষের পাশে আমরা আছি থাকবো। এরই ধারাবিকতায় আমরা কয়েকজন শীতার্থর মধ্যে কম্বল বিতরণ করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।