ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জীবননগরে বোমা হামলায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
জীবননগরে বোমা হামলায় যুবক নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে দুর্বৃত্তদের বোমা হামলায় আব্দুস সালাম(২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আরও ২ জন আহত হয়েছেন।



সোমবার(০৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার জীবননগর উপজেলার গঙ্গাদাশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুস সালাম গঙ্গাদাশপুর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বাংলানিউজকে জানান, জীবননগরের গঙ্গাদাশপুর গ্রামে একটি চায়ের দোকানে আব্দুস সালামসহ বেশ কয়েকজন বসেছিলেন। এ সময় তাদের লক্ষ্য করে দুর্বৃত্তরা পরপর ৪/৫টি বোমা ছুড়ে মারে। এতে আব্দুস সালাম ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ২ জন।

আহতদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশের ধারণা, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।