ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

প্রাইভেটকারের ধাক্কায় নিরাপত্তা কর্মীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
প্রাইভেটকারের ধাক্কায় নিরাপত্তা কর্মীর মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর বিমানবন্দর সড়কে প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল কুদ্দুস (৩৫) নামে এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার(০৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহতের ভাতিজা ইব্রাহিম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় বিমানবন্দর গোল চত্বরের পাশে একটি প্রাইভেটকার আব্দুল কুদ্দুসকে পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে প্রথমে কুর্মিটোলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক(এসআই) পিন্টু চন্দ্র দাস বাংলানিউজকে জানান, লাশ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আব্দুল কুদ্দুস বিমানবন্দরের আরএন্ডআর’র নিরাপত্তা কর্মী ছিলেন।

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এজেডএস/এসএ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।