ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

অটোরিকশার চাকায় চাদর পেঁচিয়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
অটোরিকশার চাকায় চাদর পেঁচিয়ে নারীর মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতায় আটোরিকশার চাকায় চাদর পেঁচিয়ে ময়না বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(৫ জানুয়ারি) সন্ধ্যায় হাতীবান্ধার বড়খাতা পানিয়া মাস্টারের বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



ময়না বেগম হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া বিজিবি ক্যাম্প এলাকার আজিজার রহমানের স্ত্রী।

বড়খাতা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল গফুর মিয়া বাংলানিউজকে জানান, সপরিবারে বাড়ি থেকে অটোরিকশায় বড়খাতা আসছিলেন ময়না বেগম। পথিমধ্যে অসাবধানতায় গায়ের চাদর অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। অন্য যাত্রীরা বিষয়টি বুঝতে পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় বড়খাতা বাজার নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৫১১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।