ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিজিবি ফেরত দিল বিজিপি সদস্যকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
বিজিবি ফেরত দিল বিজিপি সদস্যকে

কক্সবাজার: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক মায়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) এক সদস্যকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেরত পাঠানো লাতুংহ্লা (২০) বিজিপির সিপাহি।



বুধবার বেলা একটার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিজিপির পতাকা বৈঠকের পর তাকে ফেরত পাঠানো হয়। বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিজিবি রামু ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম পারভেজ।

মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে নাইক্ষ্যংছড়ির আশারতলি পয়েন্ট দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে লাতুংহ্লাকে আটক করে বিজিবির নিয়মিত টহল দলের সদস্যরা।

পতাকা বৈঠকে বিজিবির নেতৃত্ব দেন রামুর ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম পারভেজ এবং বিজিপির পক্ষে নেতৃত্ব দেন ২ নম্বর বর্ডার পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল চ তুই জা।

লে. কর্নেল শফিউল আজম পারভেজ বলেন, বিজিপির ওই সদস্যকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিষয়টি বিজিপিকে অবহিত করা হয়। বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে তাকে মায়ানমারের কাছে ফেরত দেওয়া হয়।

পথ ভুল করে বিজিপি সদস্য লাতুংহ্লা বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে বলে বিজিপির পক্ষ থেকে দাবি করা হয়।

বাংলাদেশ সময় : ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
টিটি/এআর/টিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।