ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডাক্তার নুরুল ইসলামকে বাঁচাতে এগিয়ে আসুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
ডাক্তার নুরুল ইসলামকে বাঁচাতে এগিয়ে আসুন ডা. নুরুল ইসলাম

ঢাকা: ডা. নুরুল ইসলাম। মানব সেবার ব্রত নিয়েই বেছে নিয়েছিলেন চিকিৎসা বিষয়ে পড়াশোনা।

কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, আজ তাকেই বাঁচার আকুতি করতে হচ্ছে।
 
যে হাত দিয়ে রোগীকে সেবা দেওয়ার কথা, সে হাতই আজ সাহায্য প্রার্থনায় বাড়িয়ে দিয়েছেন। এছাড়া যে উপায়ও নেই। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ তার মানব সেবার স্বপ্নই মলিন হয়ে গেছে। অর্থের অভাবে চালাতে পারছেন না চিকিৎসা ব্যয়। সুচিকিৎসার অভাবে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছেন তিনি।
 
চিকিৎসকরা জানিয়েছেন, তার বোনমেরু প্রতিস্থাপন প্রয়োজন। আর এজন্য দেশের বাইরে গিয়ে উন্নত চিকিৎসা নিতে হবে। যা অত্যন্ত ব্যয়বহুল এবং তা পরিবারের পক্ষে বহন করাও অসম্ভব। তাই নুরুল ইসলামের চিকিৎসার জন্য তাকিয়ে থাকতে হচ্ছে দেশবাসীর দিকে।
 
নুরুল ইসলাম বাঁচতে চান। একজন ডাক্তারকে বাঁচাতে এগিয়ে আসুন। সবার একটু একটু প্রয়াসই সুস্থ করে তুলতে পারে ডা. নুরুল ইসলামকে। বাঁচাতে পারে একটি স্বপ্নকে।
 
নুরুল ইসলামকে অর্থনৈতিক সহায়তা দিতে পারেন- হিসাব নং- ০৩৯৩৪০০৫০১৫, মতিনুর রহমান বিশ্বাস, ব্যাংক এশিয়া লিমিটেড, প্রগতি স্মরণী শাখা ঠিকানায়।
 
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।