ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিসিসির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে হাইকোর্টে রিট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
ডিসিসির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে হাইকোর্টে রিট

ঢাকা: ঢাকা সিটি করপোরেশন এলাকার বর্জ্য অপসারণের জন্য রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে রাখা ডাস্টবিন ও ময়লার ভাগাড় সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) এ রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মহিদুল কবির।

রিটে বিবাদী করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এবং দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, দুই সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপককে।

মহিদুল কবির জানান, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য এ রিট উপস্থাপন করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
ইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।