ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিমুলিয়া ঘাটের বালুরচর থেকে শিশুর মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
শিমুলিয়া ঘাটের বালুরচর থেকে শিশুর মৃতদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া সি-বোট ঘাট সংলগ্ন বালুরচর থেকে এমদাদুল হক (১১) নামে একটি শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।



এমদাদুল জেলার শ্রীনগর উপজেলার কামারগাঁও এলাকার নাদিম ফকিরের ছেলে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, সকালে বালুচরে মৃতদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।