ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মন্ত্রীর মামলায় কক্সবাজারে আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
মন্ত্রীর মামলায় কক্সবাজারে আটক ৩ ছবি : প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষ থেকে দায়ের করা মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় কক্সবাজার সদর থানার এসআই আব্দুর রহিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।



আটক তিনজন হলেন শহরের মধ্যম কলাতলি এলাকার জাফর আলমের ছেলে নুরুন্নবী পুতু, একই এলাকার নুরুল কবিরের ছেলে তাহমিদুল কবির ও মধ্যম বাহারছরা এলাকার আমির হোসেনের ছেলে আবু রায়হান।

সুত্র জানায়, থার্টি ফার্স্ট নাইটে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মালিকানাধীন শহরের কলাতলি পয়েন্টের হোটেল সায়মন বীচ রিসোর্টে নারী লাঞ্ছিত ও হোটেলে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় মন্ত্রীর পক্ষ থেকে হোটেলের ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) মনির হোসেন বাদী হয়ে ২ জানুয়ারি থানায় মামলা (নম্বর ২) করেন। ওইদিনই সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ওই হামলার ভিডিও ফুটেজ পুলিশকে সরবরাহ করে হোটেল কর্তৃপক্ষ।

কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম বাংলানিউজকে জানান, ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) আসলাম হোসাইন খান বাংলানিউজকে জানান, মন্ত্রীর হোটেলে হামলার সাথে জড়িতদের ধরতে বিশেষ অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
টিটি/এআর/টিসি

ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মন্ত্রীর মামলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।