ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পেটের ব্যথা সইতে না পেরে বৃদ্ধার আত্মহত্যা

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
পেটের ব্যথা সইতে না পেরে বৃদ্ধার আত্মহত্যা

বদরগঞ্জ (রংপুর): পেটের ব্যথা সহ্য করতে না পেরে রংপুরের বদরগঞ্জ উপজেলায় এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম মাহবুবা বেগম (৭৫)।



বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) উপজেলার মধুপুর ইউপির সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মাহবুবা সরকারপাড়া গ্রামের মৃত আব্বাস আলির স্ত্রী।

স্থানীয়রা জনান, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিল। এর আগেও কয়েকবার তিনি আত্মহত্যার চেষ্টা করেন। বৃহস্পতিবার সকালে তার নিজ শয়ন কক্ষে আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি।

বদরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলফাজ হোসেন বাংলানিউজকে বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।