ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভারত থেকে ফেরার সময় বেনাপোলে আটক ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
ভারত থেকে ফেরার সময় বেনাপোলে আটক ৭ ছবি: প্রতীকী

বেনাপোল(যশোর): অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় বেনাপোলে ৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

বৃহস্পতিবার(০৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বেনাপোলের পুটখালী চরের মাঠ থেকে তাদের আটক করা হয়।



আটককৃতরা হলেন- নোয়াখালীর আব্দুল খালেকের ছেলে ফারুক হোসেন(২৭), দিনাজপুরের গোপাল রায়ের ছেলে স্বপন রায়(১৮), মাগুরার  দুলাল  চন্দ্রের ছেলে পলাশ কুমার(২৭), খুলনার মহাদেব রায়ের ছেলে রাজিব(২৫), অনত্ব বিশ্বাসের ছেলে অনুব বিশ্বাস(২৬), কুষ্টিয়ার আফেল উদ্দিনের ছেলে রবিউল ইসলাম(৩০) ও ময়মনসিংহের মনিন্দ্র কিশোরের ছেলে ফণিভূষণ(৭০)।

২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার গোলাম আহম্মেদ বাংলানিউজকে জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় তাদের আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এসময় কৌশলে পালিয়ে যান দালালরা।

বেনাপোল পোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফ বাংলানিউজকে জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার(০৮ জানুয়ারি) দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।