ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিসিসি’র ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
বিসিসি’র ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর রেজভী চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
 
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) যৌতুক দাবির অভিযোগে তার স্ত্রী চায়না বেগমের দায়ের করা মামলায় বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আলী হোসাইন এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।



আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালের ২৬ ফেব্রুয়ারি রেজভী চৌধুরীর সঙ্গে ডেফুলিয়া এলাকার মৃত আব্দুস সোবাহান খলিফার মেয়ে চায়না বেগমের বিয়ে হয়। ২২ বছর ১০ মাসের সাংসারিক জীবনে তাদের একটি ছেলে ও দু’টি মেয়ে রয়েছে। বিয়ের পর স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে শ্বশুর বাড়ির সম্পত্তি বিক্রি করে মোটা অংকের টাকা আত্মসাৎ করেন রেজভী চৌধুরী।

এরপর গত ১ জানুয়ারি স্ত্রীর কাছে আবারও ২০ লাখ টাকা দাবি করেন তিনি। টাকা না পেয়ে তাকে মারধর করে বাসা থেকে বের করে দেন রেজভী। এরপর চায়না তার ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়ে তাদের কাছে বিষয়টি খুলে বলেন। চায়নার ভাইয়েরা বিষয়টি মীমাংসা করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।

চায়না বেগম ফের স্বামীর বাসায় যেতে চাইলে রেজভী তাকে হত্যার হুমকি দেন বলেও মামলায় উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ০৮২১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।