ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
বরিশালে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

বরিশাল: বরিশালে ওয়াসিম হাওলাদার নামে এক পলাতক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের দণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) জননিরাপত্তা বিঘ্নকারী ও অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।

ওয়াসিম হাওলাদার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউপির বাইলাখালী গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১১ অক্টোবর নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে মাদক নিয়ন্ত্রণ অধিদফতররের একটি দল ৫০ বোতল ফেনসিডিলসহ ওয়াসিম হাওলাদার ও অপর দুই জনকে আটক করে।

এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। একই বছরের ১৭ নভেম্বর মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক আব্দুর রব তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ৭ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি আব্দুর রশিদ হাওলাদার ও রাসেল শরীফকে খালাস দিয়েছেন আদালত।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
ওএইচ/আরএম



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।