ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন সাংবাদিক ইনজামাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
চিকিৎসা শেষে বাসায় ফিরলেন সাংবাদিক ইনজামাম সরদার ইনজামামুল হক

বাগেরহাট থেকে: বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট (বাগেরহাট) সরদার ইনজামামুল হক হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।

শুক্রবার (০৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতাল থেকে তাকে বাগেরহাট নতুন কোর্ট এলাকার নিজ বাসায় নেওয়া হয়।

এর আগে, বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় তার জ্ঞান ফেরে। তিনি ওই দিন সকাল থেকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি ছিলেন।

ইনজামামের বাসায় ফেরার বিষয়টি বাংলানিউজকে জানান তার বাবা আবুল কালাম সরদার।

এদিকে, ইনজামাম এখন স্বাভাবিক চলাফেরা করতে পারছেন। কথাও বলছেন সবার সঙ্গে।

তিনি জানিয়েছেন, ঢাকা থেকে বাসে ওঠার পর তার পাশে বসা ব্যক্তি কাছ থেকে ফোন নম্বর নেন। হৃদ্যতা গড়ে তোলেন। এক সময় বাস থেকে নেমে চা পান করান। এরপর আর কিছু মনে নেই তার।

এর আগে, বুধবার (০৬ জানুয়ারি) রাত ১০টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে পিরোজপুরগামী একটি বাসে করে বাগেরহাটের উদ্দেশে রওনা হন ইনজামাম। বাসটি বাগেরহাট পার হয়ে পিরোজপুর পৌঁছার পর বাসের কর্মীরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে আবার বাগেরহাট বাস টার্মিনালে নিয়ে আসেন। পরে সেখান থেকে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অজ্ঞানপার্টির সদস্যরা তার সঙ্গে থাকা ল্যাপটপ, মোবাইল ফোন, মানিব্যাগ নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এমআরএম/আইএ

** জ্ঞান ফিরেছে সাংবাদিক ইনজামামের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।