ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ছবি: প্রতীকী

ঢাকা: ‍রাজধানীর রমনা এলাকায় সড়ক দুর্ঘটনায় শহীদুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৮ ডিসেম্বর) ভোর ৫টার দিকে রমনা থানার পুলিশ ভবন সংলগ্ন সড়কে গাড়ি চাপায় তিনি আহত হন।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত শহীদুল পটুয়াখালীর শফিকুল ইসলামের ছেলে।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, মৃত ব্যক্তির কাছে থেকে উদ্ধার করা মোবাইল ফোনের মাধ্যমে তার নাম-পরিচয় জানা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

এদিকে, রাজধানীর শ্যামপুরে ট্রাক চাপায় ফারুক (৩০) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন।

শুক্রবার রাত (বৃহস্পতিবার দিনগত রাত) ৩টার দিকে শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরির তৈলকলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুকের পরিচিত ব্যক্তি কাবুল বাংলানিউজকে জানান, ফারুক ট্রাকে হেলপারের কাজ করতেন। রাতে দু’জন কাজে বের হলে ফ্যাক্টরির সামনের সড়কে ট্রাক এসে তাকে চাপা দেয়। পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর ৪টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।

দু’টি ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এজেডএস/জেডএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।