ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইজতেমায় আরো ২ মুসল্লির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
ইজতেমায় আরো ২ মুসল্লির মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নেওয়া আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত তিন মুসল্লির মৃত্যু হলো।



বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দিনগত রাতের বিভিন্ন সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তারা মারা যান।

নিহতরা হলেন- সিলেটের গোপালগঞ্জ উপজেলার রনকালি এলাকার জয়নাল আবেদীন (৫৫) ও কুড়িগ্রামের উলিপুর উপজেলার চকলাপাড় গ্রামের নূরুল ইসলাম (৭২)।

এর আগে একইদিন সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নাটোরের সিংড়া উপজেলার বটিয়া গ্রামের ফরিদ উদ্দিন (৬৫)।

মরদেহের জিম্মাদার আদম আলী জানান, বৃহস্পতিবার দিনগত রাতের বিভিন্ন সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিন মুসল্লির মৃত্যু হয়।

এর মধ্যে সন্ধ্যায় ফরিদ উদ্দিন, রাত ১১টার দিকে নূর ইসলাম ও রাত পৌনে ১টার দিকে জয়নাল আবেদীন মারা যান।

শুক্রবার (০৮ জানুয়ারি) সকালে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জনুয়ারি ০৮, ২০১৬
আরএস/জেডএস

** আমবয়ানে শুরু বিশ্ব ইজতেমার প্রথম ধাপ
** বিশ্ব ইজতেমা অভিমুখে মুসল্লিদের কাফেলা
** ইজতেমাস্থলে আরেক মুসল্লির মৃত্যু
** সরাইলে ইজতেমার বাস খাদে পড়ে নিহত ১
** ইজতেমাস্থলে মুসল্লির মৃত্যু
** ইজতেমার মাঠে আসতে শুরু করেছেন মুসল্লিরা


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।