ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাকিস্তান অপরাধ অস্বীকার করায় ঢাবি ভিসির নিন্দা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
পাকিস্তান অপরাধ অস্বীকার করায় ঢাবি ভিসির নিন্দা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দীর্ঘদিন পর পাকিস্তান তাদের অপরাধের কথা অস্বীকার করায় তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

শুক্রবার (০৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচন‍া সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নিন্দা জানান।



আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু পরিষদ।

দীর্ঘদিন পরও পাকিস্তান তাদের অপরাধের কথা অস্বীকার করায় তীব্র নিন্দা ও তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান তিনি।

ঢাকায় বিশ্ববিদ্যালয় এলাকায় পাকিস্তান দূতাবাদের কোনো সভা সমাবেশ করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন তিনি। পাকিস্তানের কু-কীর্তির কথা দেশের তরুণ প্রজন্মকে জানানোর আহ্বান জানান আরেফিন সিদ্দিক।

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ড. এম এ মালেখের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- প্রফেসর ড. নীলিম‍া আক্তার, প্রফেস‍র ড. জিয়া রহমান প্রমুখ।   

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।