ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু ইকোপার্কে অগ্নিকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
বঙ্গবন্ধু ইকোপার্কে অগ্নিকাণ্ড ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পার্কের পাঁচশ’ মিটার অঞ্চল পুড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



শুক্রবার (০৮ জানুয়ারি) বিকেলে সোয়া ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ের ইকোপার্কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে ইকোপার্কের পশ্চিম অঞ্চলে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে প্রায় পাঁচশ’ মিটার অঞ্চল জুড়ে ছনের খেত ও ছোট গাছ-গাছালি পুড়ে যায়।

খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে পুলিশ সদস্যদের সহযোগিতায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে, দর্শনার্থীদের ফেলে যাওয়া সিগারেটের আগুনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেতু কর্তৃপক্ষ ও বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এএটি/ এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।