ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইজি বাইকের মোটরে চাদর পেঁচিয়ে নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
ইজি বাইকের মোটরে চাদর পেঁচিয়ে নারীর মৃত্যু

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীচরের কোম্পানিঘাট এলাকায় চলন্ত ইজি বাইকে গায়ে জড়ানো শীতের চাদর পেঁচিয়ে অজ্ঞাত পরিচয়ে এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৮ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

তবে নিহত নারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ‍সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
 
তিনি জানান, নিহতের মরদেহ জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

ওই বাইকের যাত্রী আল আমীন বাংলানিউজকে জানান, ৮ জন যাত্রী নিয়ে রাজধানীর হাজারীবাগ থেকে কামরাঙ্গীচরের যাওলাহাটি এলাকার দিকে যাচ্ছিল।

পথিমধ্যে মোটরের সঙ্গে ওই নারীর গায়ে জড়ানো শীতের চাদর পেঁচিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তবে এ ঘটনায় ওই ইজি বাইকের চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।