ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ফেনসিডিল-গাঁজাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
লক্ষ্মীপুরে ফেনসিডিল-গাঁজাসহ যুবক আটক ছবি: প্রতীকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলায় থেকে ফেনসিডিল ও গাঁজাসহ জাকির হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

শুক্রবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জের চর চামিতা এলাকায় থেকে তাকে আটক করা হয়।



আটক জাকির ওই এলাকার ইউছুফের ছেলে।

লক্ষ্মীপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) রেজাউল করিম রেজা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ডিবি পুলিশের একটি দল উপজেলার চন্দ্রগঞ্জের চর চামিতা এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার নিজ বাড়ি থেকে ১৩০ বোতল ফেনসিডিল, ছয় কেজি গাঁজা ও চার বোতল বিদেশি মদসহ জাকিরকে আটক করে ডিবি পুলিশ।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।