ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সারিয়াকান্দিতে পাওয়ার টিলার বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
সারিয়াকান্দিতে পাওয়ার টিলার বিতরণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে কৃষকদের মাঝে ১৩টি পাওয়ার টিলার ও ৭৮টি  স্প্রেয়ার মেশিন বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের অধীনে এ পাওয়ার টিলার বিতরণ করা হয়।



শনিবার(৯ জানুয়ারি) দুপুরে সারিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে পাওয়ার টিলার ও স্প্রেয়ার মেশিন বিতরণ করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান।

এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক কৃষিবিদ  চণ্ডী দাস কুণ্ডু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, সাধারণ সম্পাদক ও নর্বনিবাচিত পৌর মেয়র আলমগীর শাহী সুমন, উপজেলা কৃষি অফিসার কামরুতজ্জামান, বোহাইল ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা টুকু ও কৃষক আনিছার রহমান খোকা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।