ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
যাত্রাবাড়ীতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর সানারপাড়া এলাকায় ১ হাজার পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম সুমন (৩৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (০৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ওই ব্যক্তিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রোপলিটন ডিভিশন।



রাত ৮টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক খুরশিদ আলম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর সানারপাড়া এলাকায় সুমন নামে এক যুবককে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আটক হওয়া যুবক ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ ধারা অনুযায়ী যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এনএইচএফ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।