ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ৫ লাখ বর্গমিটার কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
লক্ষ্মীপুরে ৫ লাখ বর্গমিটার কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ৫ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে কোস্টগার্ড।  
 
শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাটের স্লুইস গেট এলাকায় জালগুলো পুড়িয়ে দেওয়া হয়।


 
এ সময় স্থানীয় চর রমনী মোহন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউছুফ সৈয়ালসহ উপস্থিত ছিলেন।
 
এর আগে, ভোরে মজুচৌধুরীর হাট থেকে কারেন্টজালগুলো জব্দ করা হয়। এসব জালের মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা বলে জানা গেছে।
 
লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ক্যাম্পের কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার শাহ হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, ভোরে ঢাকা থেকে লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাটে এক ট্রাক কারেন্টজাল আসে। খবর পেয়ে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়। তবে, কারেন্টজাল বহনকরা ট্রাক ও জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।   
 
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।